Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বসত বাড়ীর কর উত্তোলন চলছে...
বিস্তারিত

এতদ্বারা ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের সকল সদস্য গন, কর্মচারী বৃন্দ ও সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র ইউনিয়নের ইউপি কর উত্তোলনের দায়িত্ব রুরাল ডেভলপমেন্ট সার্ভিস (আর ডি এস সংস্থাকে প্রদান করা হইল।

 

উল্লেখ্য থাকে য, ইউপি কর আদায় কৃত মোট অর্থের ২০% হারে (আর ডি এস) সংস্থাকে প্রদান করা হইবে। এবং ইউপি কর আদায়ের যাবতীয় খরচ যেমন: মাইকিং, কর মেলা, ঢাক ঢোল বাজানো, রশিদ বই, পাস বই, গ্রাম পুলিশদের পারিশ্রমিক ও নাস্তা সহ সমস্ত খরচি ইউনিয়ন পরিষদ বহন করিবে এবং কর উত্তালন করতে গিয়ে (আর ডি এস) সংস্থার কর্মি গন কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে তার দায়দায়িত্ব ইউনিয়ন পরিষদ বহন করিবে।

 

 

বি:দ্র: অত্র ইউনিয়নে গ্রীন কার্ড চালু করা হয়েছে। গ্রীন কার্ড ছাড়া ইউনিয়নের সকল সেবা সাময়িক স্থগিত করা হয়েছে......

 

 

 

চেয়ারম্যান

মো:ময়নুল হক

১০ নং বালুয়া মাসিমপুর ইউপি

মিঠাপকুর, রংপুর।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
12/03/2014